শিক্ষিত তরুণ ঘটনাচক্রে হয়ে উঠেছিল দাগী মস্তান। পিতৃদত্ত বিষ-প্রতিষেধক নিয়মিত খেয়ে সে পেয়ে গিয়েছিল সব বিষ জয় করার ক্ষমতা। বিষ দিয়ে তাকে গুপ্তহত্যার আশঙ্কা সে জয় করেছিল। কিন্তু সে পড়ে গেল বহুগুণ নৃশংস, বিদেশী কোম্পানির দালাল, এক দল ডাক্তার বিজ্ঞানীদের হাতে। যারা বিদেশী কোম্পানির মারণ ঔষধের ফলাফল নির্ণয় করে আমাদের দেশের গরীব মানুষদের ওপর প্রয়োগ ক'রে, গিনিপিগের মতো। খাবার লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে এই সব হতভাগ্য মানুষদের তারা সংগ্রহ করে রাস্তা থেকে, বস্তি থেকে। কিন্তু তাদের ভুল হয়েছিল। ফাঁসির আসামী করণকে তাদের কর্মশালায় নেওয়া। সে তার অমিত বুদ্ধি ও পেশিশক্তির সাহায্যে কয়েকজন রোগীকে নিয়ে বেরিয়ে এল, ওপরের ঝাঁ চকচকে নার্সিংহোমের নিচের গোপন তলের নরমেধ-যজ্ঞের কর্মশালা থেকে। সমস্ত গুপ্ত ঘটনা সে ফাঁস করে দিল বাইরের জগতে। এইসব চরম উত্তেজক ঘটনার সঙ্গে অন্তঃসলিলা এক রোমান্স উপন্যাসের কাহিনীকে পাঠকের কাছে তুঙ্গস্পর্শী করে তুলেছে।