অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধিৎসু মনের অধিকারী। তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এল গোয়েন্দাগিরির পেশায়, বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায়। যেখানে বিদক, যেখানে হত্যাকাণ্ডের সমাধান ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন সেখানেই অধিরাজ ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবন বিপন্ন করেও। অধিরাজ-কেন্দ্রিক রহস্য অমনিবাসের প্রতিটি কাহিনীই এমনই রুদ্ধশ্বাস যে শেষ না করে পাঠক ছাড়তে পারবেন না। সায়ন্তনী পূততুণ্ডের লেখনীতে যে সার্থক চরিত্রচিত্রণ ঘটেছে, কী গোয়েন্দা কী অপরাধীর, তা দীর্ঘকাল দাগ কেটে রাখবে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে।