এক পুরনো বাড়ি ভাঙার ঠিকেদারের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে এক ঘড়া মোহর পেল রতন ও শামসুল। কিন্তু সে রাতেই খুন হয় শামসুল।
ওদিকে এক রহস্যময় পুরনো পুথির খোঁজ এসে পৌছোয় মনোময় ও তাঁর টিমের কাছে। পুথিটি ইতিহাসের বুকে হারিয়ে যাওয়া এক অমূল্য রত্ন। কিন্তু তার থেকেও বড় কথা পুথির পরতে পরতে ছন্দে ছন্দে বর্ণনা করা হয়েছে প্রতাপাদিত্যের জীবনের অজানা কিছু ইতিহাস আর রয়েছে এক হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধানের কিছু তথ্যসূত্র।
মনোময় ও টিম কি পারবে সেই সব হেঁয়ালির মানে উদ্ধার করে প্রতাপাদিত্যের গুপ্তধনের সন্ধান করতে।
আর এর মাঝে বহু বছর আগে হারিয়ে যাওয়া উৎকলের সোনার গোপাল মূর্তিরই বা কী ভূমিকা?