বৈচিত্র্যে ভরপুর, রহস্য রোমাঞ্চে ঠাসা এই উপন্যাসটির মধ্যে ঘাত-প্রতিঘাতের মাত্রা একটু বেশি। অন্ধবিশ্বাস--- এই উপন্যাসের মূল বিষয়বস্তু।
এই উপন্যাসের মূল চরিত্র মোর্তাজা, আমাদের চারপাশের বেড়ে ওঠা হাজার হাজার নিষ্পাপ কিশোরীদের মতোই একজন যে, অন্ধবিশ্বাসে ভর করেই বড়ো হচ্ছে। সে যখন সদ্য তরুণী মোহিনী, তখনও সে ধীরে ধীরে অন্ধবিশ্বাসের সঙ্গেই নিজের পূর্ণ অস্তিত্ব একাকার করে নিয়েছে। যুবতী মেরির স্বাত্তিক জীবনযাপনও তাকে পারেনি সেই অমোঘ অন্ধবিশ্বাসের বন্ধন থেকে মুক্তি দিতে। অতঃপর অবশ্যম্ভাবী কিছু পরিণতি...
মোহিনী মোর্তাজা মেরি এমনই এক উপন্যাস যে শেষ অবধি পড়বে সে অন্তত একটিবার হলেও নিজের ভেতরের দিকে তাকাবে। অন্ধবিশ্বাস আর আত্মবিশ্বাসের ফারাকটা একটু হলেও বুঝতে চাইবে।