কিছু গল্প লেখা হয় না, সেগুলোর জন্ম হয়।
‘আইন আইনের পথে চলবে’--- কিন্তু কীভাবে চলে এই পথটা? কোথা থেকে শুরু? কোথায় শেষ?
পথটা শুরু হয় থানার হাজত থেকে। অভিযুক্তকে নিয়ে পৌঁছায় আদালতের কাঠগড়ায়। অভিযোগ প্রমাণিত হলে সেই পথ গিয়ে মেশে কারাগারের দরজায়। মূলপথ মাঝে মধ্যে হারিয়েও যায় সালিশি, হুমকি বা সমঝোতার কানাগলিতে। অনেক সময় উকিলের পেশাদারি কৌশলে অভিযুক্তের বিচার থামিয়ে দিয়ে চলে অভিযোগ ধামাচাপা দেওয়ার লড়াই।
ঠিক এখানেই উঠে আসে পুলিশ টিমের তথ্য ও প্রমাণ সংগ্রহের নিখুঁত মুন্সিয়ানা। একটাই লক্ষ্য--- বিনা অপরাধে যেন কারও শাস্তি না হয়।
কীভাবে সম্ভব হয় এত কিছু? যাঁদের মনে রহস্য উদ্ঘাটনের প্রতি চিরন্তন কৌতূহল, তাঁদের কাছে এই বই নিঃসন্দেহে এক নিঃশ্বাসে পড়ে ফেলার আমন্ত্রণ।
* Real life crime incidents
* Police investigation procedure