বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের গুণী শিল্পীদের নিয়ে, হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে লেখা রুপোলি পর্দার অন্তরালে বইটির দ্বিতীয় ভাগে আপনারা পড়বেন দেবিকা রানি থেকে টুনটুনি, পরিচালক হীরেন নাগ থেকে রাজেন তরফদার, অভিনেতা রাধামোহন ভট্টাচার্য থেকে নিরঞ্জন রায়,শ্যাম লাহা, শতবর্ষের আলোকে আবারও ফিরে দেখা আমাদের প্রিয় মহানায়ক এবং তার সাথে একঝাঁক শিল্পী, সন্তোষ দত্ত থেকে ছবি বিশ্বাস এবং আরও অনেকের বিষয়েই। 'শোলে','মুঘলে আজম' ইত্যাদি কালজয়ী ছবিগুলি তৈরির নেপথ্যের অজানা ইতিহাস, স্বর্ণযুগের শ্রুতিমধুর, জনপ্রিয় গানগুলি তৈরির আড়ালে থেকে যাওয়া ইতিহাস সেই ঘটনাও রয়েছে এই বইতে। আশাকরি পাঠকদের সমৃদ্ধ করবার পাশাপাশি এই বইটি তাদের নিয়ে যাবে সেই স্বর্ণযুগের পথে, রুপোলি পর্দার অন্তরালের দুনিয়ায় অজানাকে জানতে।