বহু বছরের পুরনো অট্টালিকা! এক কথায় অভিশপ্ত! অনেক রক্তারক্তি কান্ড দেখেছে এই প্রাসাদ৷ অনেক খুনের ইতিহাস লেখা ওর পাঁজরে। এর বিষণ্ণ, অন্ধকারাচ্ছন্ন প্রতিটি করিডোরের বাঁকে বাঁকে লুকিয়ে আছে রহস্যময় অন্ধকার । কত কিছু ঘটে যায় সবার অজান্তেই। আলো আঁধারিতে কত কাহিনীর পরত খোলে। কেউ জানে না, কেউ শোনে না! একের পর এক খুন হচ্ছেন ডাক্তাররা। কাঠগড়ায় সম্ভাব্য খুনী হিসেবে এবার একটা বাচ্চা! বিরাট অ্যাসাইলামের তিনতলায় হেঁটে বেড়াচ্ছে সাইকো কিলাররা! তাদের পায়ের শিকল এই নৈঃশব্দের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ তুলছে! খুনী ফরেনসিককে বিভ্রান্ত করছে।কিন্তু কে?কনফিউশনের পর কনফিউশন! মোটিভ কী? কবে বন্ধ হবে এই হত্যালীলা! রাত বারোটা বাজলেই গোটা অ্যাসাইলাম যেন আতঙ্কে গুটিয়ে যায়। সবার মনেই এক প্রশ্ন--'আজ কার পালা!' 'এক বাঁও মেলে না, দুই বাঁও মে--লে না!' মিলবে কী? খ্যাপা খুঁজে খুঁজে ফেরে সম্পূর্ণ নতুন কলেবরে।