‘বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স...’ --- এই লাইনটার সাথে পরিচিত নন এমন বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব। রোববার দুপুরে কব্জি ডুবিয়ে খাসির মাংস আর বিছানায় আয়েশে আধশোয়া হয়ে সানডে সাসপেন্স শোনা--- এই হল অধিকাংশ সাহিত্যপ্রেমী বাঙালির আল্টিমেট বিলাসিতা। সেই সানডে সাসপেন্স-এ প্রকাশিত সায়ক আমানের লেখা আটটি গল্প এবং একটি নভেলা ব¨ি রয়েছে এই দুই মলাটের মাঝে। এই বই কখনও আপনাকে নিয়ে যাবে কোনও অচেনা হাইওয়ের ধারে গা ছমছমে আলো আঁধারিতে, কখনও বা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে মায়াবী ‘কুয়ো’র অতল গভীরে। কখনও ‘উইন্ডচাইম’-এর টুং টাং আওয়াজে আপনার বুকের ভিতর অনুভব করবেন মৃদু কম্পন, আবার কখনও হৃদস্প¨ন স্তব্ধ করে দেবে কোনও ভয়াল ‘সুর’। আর সবশেষে থাকবে একটি নভেলা। বাংলায় লেখা প্রথম হার্ডকোর ফ্যান্টাসি থ্রিলার। সেই ফ্যান্টাসির মায়ায় বুঁদ হয়ে কখন যে আপনার অবচেতন মন ভেসে যাবে সেই গহীন অরণ্যের আবছায়ায়, তা যতক্ষণে উপলব্ধি করবেন ততক্ষণে দেখবেন বইয়ের শেষ অধ্যায়ে এসে থমকে দাঁড়িয়েছেন। অলৌকিক, রহস্য, থ্রিলার, ফ্যান্টাসি, ভয় সবের মিশেলে এই বই নিজেই এক স্বতন্ত্র জগৎ। আসুন তাহলে ডুব দিই সেই মায়াবী জগতের গহীনে।
* Sunday Suspense Stories Collection of Sayak Aman