প্রাচীন করদ রাজ্য দেবীগ্রামে বহু যুগ আগে এক অতি ভয়ঙ্কর পিশাচের আবির্ভাব হয়। সে যুগের দুই ধুরন্ধর রাজা মিলে সেই পিশাচকে শায়িত করেন অনন্ত হিমনিদ্রায় এবং এক অদ্ভুত যন্ত্র-ফাঁদে বন্দি করেন সুকৌশলে। সেই রাজপরিবারের বংশে যুগ যুগ ধরে সবার চোখের সামনেই লুকিয়ে থাকে সেই ফাঁদ। অবশেষে রাজা মল্লর আশঙ্কা সত্যি করে বর্তমান যুগে এসে সামান্য এক ভুলের জন্য মুক্ত হয়ে যায় সেই নরঘাতক পিশাচ লম্ববেগা! আরম্ভ হয় রাজপরিবারের বর্তমান বংশধরদের উপরে নরমেধের তাণ্ডব! মৃত্যুপথযাত্রী প্রায় প্রত্যেক হতভাগ্যই কিছু-না-কিছু জানিয়ে যেতে চায় সবাইকে দুর্বোধ্য ইঙ্গিতে। কালীগুণীন কি পারবে সেইসব সঙ্কেত ভেদ করে এবং প্রাচীন দেবীগ্রামের রাজবাড়ির আজব হেঁয়ালি উদ্ধার করে এই ভয়ানক পিশাচের সঙ্গে টেক্কা নিতে?