এটি ৩টে বইয়ের কম্বো। যে তিনটি বই এই কম্বোতে স্থান পেয়েছি তাদের নাম হল -- ১) খেগো, ২) কালিগুণীন ও চতুরঙ্গের ফাঁদ, ৩) তিন তিরিক্ষে ভয়
৩টে বই-ই ভয়াল রসের বই। বইগুলি প্রাপ্ত মনস্ক পাঠকদের জন্য। এখানে ভয়ের পাশাপাশি রহস্য, প্রেম ও আটপৌড়ে জীবনের রোজনামচাও উঠে এসেছে সমান গুরুত্বের সঙ্গে।
তবে কালিগুণীন ও চতুরঙ্গের বইটিতে যে ৪টি উপন্যাস রয়েছে তা পূর্বে বিভ-ভূতভুতুম পূজাবার্ষিকী তে প্রকাশিত হয়েছিল, তাও বেশ কয়েক বছর আগে। সেই পূজাবার্ষিকীগুলো এখন আর মার্কেটে কিনতে পাওয়া যায় না।