মানব মন পৃথিবীর সবচেয়ে জটিল গোলকধাঁধা। এর দ্বারা যেমন কেউ নতুনের সৃষ্টি করে, আবার কেউ বুনে চলে গভীর ষড়যন্ত্র। কিন্তু কেউ কেউ আবার ক্ষমতা রাখে সেই ষড়যন্ত্রকে ভেঙে ন্যায় প্রতিষ্ঠা করার। সে যেভাবেই হোক না কেন। এ-গল্প হল সেরকমি কয়েকটি জীবনকে ন্যায় পাইয়ে দেওয়ার--- শিকারির ফাঁদ বুঝে শিকারিকে শিকার বানানোর। সম্বল! শুধুমাত্র তীক্ষ্ণ বুদ্ধি আর উপযুক্ত ও নিশ্ছিদ্র পরিকল্পনা।
টানটান উত্তেজনাময় এই থ্রিলারের কেন্দ্রীয় চরিত্র পুলিশ অফিসার ‘জিসান আলি’। লোক মুখে যিনি পরিচিত ‘সলিউশন আলি’ নামে। তাকে কেন্দ্র ক্রেই রহস্য রোমাঞ্চের ঠাস বুনোটে ভরপুর চারটে নভেলা। আর এই অনবদ্য চার-এর গভীরে ঝাঁপ দিয়ে সম্পূর্ণ রসাস্বাদন করতে পাঠকগণকে অবশ্যই ধরা দিতে হবে লেখকের এই পাতা ফাঁদ-এ।