বাঙালি ও বাঙালির ঐতিহ্যঃ রবীন্দ্রনাথ থেকে রামকিংকর বেজ, পল্লীগীতি থেকে ভাদু গান, ন্যাড়া পোড়ানো থেকে হাঁ ডু ডু খেলা, শহর থেকে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা সংস্কার-কুসংস্কার -- যা কিছু একান্ত বাঙালির নিজের সেসবকেই একত্রিত এ এক এমন সংকলন যার পরতে পরতে বাংলার মাটির ঘ্রাণ।