গিলগামেশের দেশের কথাঃ বিস্মৃতপ্রায় এমন এক সভ্যতার কথা যার পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর মিথের ছড়াছড়ি। ভগবান কখনও ভক্তের সঙ্গে সম্মুখ সমরে তো কখনো ভক্তের ইচ্ছে ভগবান হওয়ার। শুরুপ্পক শহরের রাজা উত-নপিশতিম। ইনিই হলেন সুমেরীয় কাহিনিতে মনু বা নোয়া, যিনি প্লাবনের সময় দেবতা এনকির আশীর্বাদে জীবিত ছিলেন। আর এলেন… গিলগামেশ… যাঁর জীবনকথা হল সুমেরীয় মহাকাব্য। যে নগর ক্ষমতার শীর্ষে সেই দেবতা হতেন দেবতা-প্রধান। এভাবেই উত্থান অসুরদের দেবতা অসুর এবং ব্যাবিলনের দেবতা মার্ডুক-এর... ত্রিদেব -- সুমেরীয়দের ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর… এরা কারা? কিউনিফর্ম লিপি… শত শত পোড়ামাটির ট্যাবলেট… এক হারিয়ে যাওয়া ইতিহাস ও সংস্কৃতি… আর অমরত্ব! অমরত্বের সন্ধান পেলেন গিলগামেশ?