রুপোলি পর্দার অন্তরালেঃ ১৯২৯ সালে নির্মিত নির্বাক ছবি “A Throw of Dice” তে মুখ্য অভিনেতা চারু রায় ও সীতা দেবী ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নির্মাণ করলেন ভারতীয় চলচ্চিত্রে দ্বিতীয় চুম্বন দৃশ্য। / তার পরম আরাধ্য গানের দেবতাকে সামনে, এত কাছ হতে দেখতে পাওয়ার সৌভাগ্যকে যেন স্বপ্ন বলেই মনে হচ্ছিল কিশোরের। কুন্দনলাল সায়গল কিশোরের পিঠে হাত রেখে বলেছিলেন, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে একদিন তোমার কণ্ঠের জাদুতে মোহিত হবে সারা দেশ, ছড়িয়ে পড়বে দূর থেকে দূরান্তে, তুমি অনেক নাম করবে।’ -- কে ছিল এই আশ্চর্য কিশোর? / বিকাশ রায়ের পরিচালনায় 'রাজা সাজা' ছবির শুটিং করতে প্রিয়নগর গ্রামে আসবেন মহানায়ক উত্তমকুমার। টেলিফোন-ইন্টারনেটবিহীন সে সময়েও এই খবর ভাইরাল হয়ে উঠল রাতারাতি। তারপর কী হল? স্বর্ণযুগের প্রিয় ৫০ জন শিল্পীর নেপথ্যের এমন সব মজাদার ও আশ্চর্যজনক ঘটানারই উল্লেখ রয়েছে এই বইতে।