“মেয়েটিকে বলুন একটি কাল্পনিক প্রজাপতির কথা ভাবতে। তারপর বলুন সেই প্রজাপতিতে রং করতে। যদি দেখেন প্রজাপতির রং সে বলছে লাল তবে নিশ্চিত হোন সে আপনাকেই পছন্দ করে। নীল হলে বন্ধু, হলুদ হলে ভালোবন্ধু, কমলা, সবুজ ও অন্যান্য উজ্জ্বল রং হলে আপনাকে সে কাছের মানুষ বলে মনে করে। যদি কালো হয় তবে মেয়েটির আশা ত্যাগ করাই বাঞ্ছনীয়।
এরকম কোনো খেলা খেলতে ইচ্ছে করছে না কি আপনার.... আবার করে? একফালি তরল জ্যোৎস্না গায়ে মেখে এই বই আপনারই অপেক্ষায়, যদি অপনিও পড়েন তাদের দলে..... ভালোবেসেছিল যারা...