অনুকূল পরিবেশে কঠিন ভূ-স্তর ভেদ করে বট-বৃক্ষের বীজ অঙ্কুরিত হয়ে সূর্যালোক এবং বায়ুমণ্ডলের ছত্রছায়ায় নিজেকে যেমন করে মেলে ধরে ঠিক তেমনি ২০১৬ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অনেক প্রতিকূল অধ্যায় পেরিয়ে ফেসবুকের নীল সাদা পৃষ্ঠায় গোছালো-কিছু অগোছালো শব্দ বিন্যাসের মাধ্যমে জন্ম নেয় আমাদের “ইচ্ছে ডানা পেজ”।
সাহিত্য পিপাসু অসংখ্য গুণগ্রাহী পাঠক পাঠিকা আর একঝাঁক কচিকাঁচা লেখক-লেখিকা এবং কবিদের সমন্বয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে মহামিলনের তীর্থভূমি
- “ইচ্ছে ডানা”।
আজ প্রায় দেড় লাখ ফলোয়ার্স এবং শ'তিনেক লেখক-লেখিকার আগ্রহ আর স্নেহের মায়াবী ছায়ায় দিবাস্বপ্নের সিঁড়ি ভাঙতে ভাঙতে মাত্র আড়াই’বছরের মধ্যে মাটির গন্ধে বিভোর ইচ্ছে ডানা স্পর্শ পেলো কোমল মাটির।
লক্ষ্যপূরণের আকাঙ্ক্ষায় উদগ্রীব শৈশব পেরিয়ে উচ্ছল কৈশোরের আঙিনায় পা রাখতে সুশোভিত পত্রবিন্যাসের পাখায় ভর করে ভাসতে শুরু করে অপ্রতিরোধ্য রঙিন স্রোতের জোয়ারে।
পিছু তাকানোর অবসর না থাকায় বাস্তবের আঙিনায় পা রাখতে স্বপ্ন স্বার্থকতায় প্রকাশ পেল