এবারে আর শুধু জঙ্গল নয়, মৃতকৈটভের অভিযান পৌঁছে গেছে পুরীর জগন্নাথের মন্দিরে। ব্রহ্মপদার্থ পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী বস্তু। সেই বস্তুর সন্ধান যতটা জটিল তার থেকে বেশি জটিল এই যাত্রাপথ। রামানুজের 'সামনে এবার কঠিন প্রতিপক্ষ।
কৈটভের সঙ্গে কর্কট এসে জুটেছে। কে এই কর্কট? কেন সে এতোটাই ভয়ঙ্কর? অগ্নি গন্দবেরুন্দা দেবতাই বা কোথায়? আবার কি দেবতা জেগে উঠবেন? নাকি এবার শয়তানের জেগে আজ উঠার পালা? উত্তর খুঁজেছেন লেখক- সৌরভ চক্রবর্তী, আপনারাও এই
রহস্যাবৃত যাত্রাপথের সঙ্গী হয়ে পড়ুন।