সমাজকে ঋদ্ধ করে সাহিত্য, আর সাহিত্যকে ঋদ্ধ করে কবিতা। সেই কবিতা হল হৃদয় থেকে উৎসারিত আলো। পঞ্চ ইন্দ্রিয়, মনন ও হৃদয়ের গহীন অনুভূতি থেকে যে নির্যাস নিঃসৃত হয়, তার বিন্দু বিন্দু কবিতার সিন্ধু গড়ে তোলে।
এমন এক হৃদয়ের কারবারি হলেন কবি সুব্রত ব্যানার্জী। চাকরির প্রয়োজনে বিভিন্ন স্থানে তাঁকে ঘুরে বেড়াতে হয়। তাঁর নিজের ভাষাতেই বলতে হয় –