‘শান্তি’ বলে আদতে কিছু হয়ই না। যুদ্ধ অনিবার্য, অমোঘ ও চিরন্তন। এই সদাচলমান যুদ্ধ তখনই জনসমক্ষে আসে, যখন তা লাঠালাঠি বা বোমাবারুদ নিক্ষেপণে পরিণত হয়। কালের নিয়মে তা কয়েকদিন বাদে আবার থেমেও যায়। সেই স্থিতাবস্থাকেই আমরা নাম দিই ‘শান্তি’।
কিন্তু সে তথাকথিত শান্তি-কালেও দেশগুলির অর্থনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, মতাদর্শগত যুদ্ধ চলতে থাকে।
গোষ্ঠী, জোট ইত্যাদি তৈরি করে চাপ সৃষ্টির যুদ্ধও চলছে সেই অনন্তকাল ধরে। প্রায় সবাই অন্য দেশের অভ্যন্তরে স্পাই নেটওয়ার্ক চালায়। প্রত্যেকে নিজ নিজ প্রোপাগাণ্ডার প্রসারে মিডিয়াতে টাকা ঢালে। কেউ বেশি, কেউ কম। কিন্তু যুদ্ধের ফলে কী ফলপ্রাপ্তি হয়? জাস্ট নাথিং। কিচ্ছু না...
এ বই যুদ্ধের সেই সব হ্যান্ডশেক অথবা পাঞ্জার কথাই বলতে এসেছে।