সাহিত্যপ্রেমী মানুষদের কাছে কবি জীবনানন্দ বরাবরই এক মধুর বিষয়। কী ওঁর কবিতা, কী ওঁর গদ্য, কী ওঁর দিনলিপি, কী ওঁর জীবন, এবং হ্যাঁ, কী ওঁর উদাস চাহনির মুখমগুল! ওঁর কবিতার কোনো কোনো পঙক্তি ধরেই বুঁদ হয়ে থাকা যায় দীর্ঘদিন, দীর্ঘরজনী, দীর্ঘসময়।
জীবনানন্দ নিয়ে লেখকের প্রেম- ভালোবাসা-অনুভূতি সবই ব্যক্ত হয়েছে এই বইয়ের দ্বিতীয় নিবন্ধে। তৃতীয় ও চতুর্থ রচনায় কবির দেশ ও মনের ভূগোল তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর প্রথম রচনা ‘ক্লান্ত প্রাণ এক’ একটি চলচ্চিত্রের চিত্রনাট্য।