সিকিমের একটি শান্ত গ্রাম কাঞ্জাং এক রাত্রেই হঠাৎ করেই জনশূন্য হয়ে যায়। অবশিষ্টাংশ হিসেবে পড়ে থাকে গ্রামবাসীদের গোছা গোছা চুল আর উপড়ানো নখ। পাহাড়ের শিরশিরে হাওয়ায় ভাসতে থাকে একটাই কথা, “ পুরা কাঞ্জাং শাপিত হো চুকা হ্যায়”। এক আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে পাহাড়ের বাকি গ্রামগুলোতে।
এদিকে কলকাতা শহরে বসেই পলাশ হঠাৎ করেই একদল নরকজীবের আক্রমণের মুখে পড়ে। এই আক্রমণের সাথে কি কাঞ্জাঙের জনশূন্য হয়ে যাওয়ার কোন আছে? না কি আছে এক ভয়ঙ্কর বিধ্বংসী ষড়যন্ত্র যাতে বদলে দেবে সৃষ্টির ইতিহাস ? উত্তর খুঁজতে পলাশ বন্ধু রণজয়কে নিয়ে পাড়ি দিলো পাহাড়ে। আর মুখোমুখি হল এক ভয়ঙ্কর অভিশাপের। আর কী ওরা কোনোদিন ফিরতে পারবে পাহাড় থেকে? নাকি...