-না বললাম তো আমরা মার এখানে কোনো শ্রাদ্ধের কাজ করবো না... সত্যি কি সমাজের নিয়ম ভেঙে নিজের মার মৃত্যুতেও, মার শ্রাদ্ধ অনুষ্ঠান করেনি?
২* শ্বশুর বাড়ির নির্যাতন মানে শারীরিক কষ্ট, ঝগড়া ঝাটি, যৌতুকের লালসা এসব না থাকা সত্ত্বেও, স্বামীর কোনো অন্য নারী কিংবা কোনো নেশা না থাকা সত্ত্বেও, লাহিড়ী পরিবারের বউ কস্তুরী লাহিড়ী অন্য পুরুষের সাথে পালিয়ে গেছেন... বধূ পলায়নের কি রহস্য?
৩* শ্রাবনী তাড়াতাড়ি করে ডায়েরিটা আলমারির ভিতরে রেখে, চাবি দিয়ে লক করে, চাবিটা কোমরে গুঁজে, ঘরের দরজার ছিটকানি খুলেই দ্যাখে সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন... কি ছিল এই ডায়রিতে?
৪* আপনার প্রেসক্রিপশন দুটো দেখি?
-(কথাটা শুনেই ঈশিতার বুকটা ধড়াস করে উঠলো) কিসের দুটো প্রেসক্রিপশন?
-যেই দুটো প্রেসক্রিপশন দেখিয়ে আপনি স্লিপিং পিলস নিচ্ছেন!... ঈশিতা স্লিপিংস পিল নিয়ে কি অঘটন ঘটানোর চেষ্টা করছিল, কেন?
৫* তাহলে আপনি নিজের মুখে স্বীকার করছেন যে আপনার মা আপনার বাবার মানসিক অত্যাচার আর সহ্য করতে না পেরে, আপনার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে ওনাকে হত্যা করেছেন!.....
সত্যিই কি কোনো স্ত্রী এভাবে প্রতিশোধ নিতে পারেন?
৬* আমি সেদিনই বুঝে গিয়েছিলাম, যখন শুনেছিলাম ও তোমাকে বুড়ি ডাকে
পারুলের শাশুড়ি-কি ডাকে আমাকে?
-বুড়ি!ছি ছি!কেউ নিজের স্বামীর মা কে বুড়ি বলে?....সত্যিই কি শাশুড়িকে কেউ বুড়ি ডাকে?আর সেটা শাশুড়ি নিজে জানার পর...?
৭* আমার এত বড় চেহারাটা তুমি কোলে তুলে নিয়ে নামলে কী করে? সেদিন বলেছিলাম না!তুমি ঠিক প্রেমিক মেটিরিয়াল নও, তুমি একদম হাসবেন্ড মেটিরিয়াল... ভালোবাসার এক অদ্ভুত পরিভাষা।
৮* চাকরি পাওয়ার পর মা বলেই দিয়েছিলো যাই মাইনা পাই না কেন, মাকে আর বিয়ের পর বউকে হাত খরচ দিতে হবে
-সেকি রে! সব বাবা মা রা তো বলে আমাদের কিছু দিতে হবে না... তাহলে কি এই মা, শুধুই লোভী।
৯* সরি টু সে, বনি খুব সেক্সী জানি,মানে তোর কাছে শুনে যে টুকু মনে হয়েছে। কিন্তু শরীরের খিদে পর্ণার ও ছিল।নয়তো ভাব, ওঁদের এত কি তাড়া ছিল এক ঘরে থাকার?... লিভটুগেদারের কেলেঙ্কারি
১০* বাবু! চামেলীকে বাঁচা, ওরা চামেলীর মেয়েকে কোথায় রেখে, চামেলীকে রাতে ওঁদের কাছে যেতে বলেছে।বলেছে চামেলী না গেলে ওর মেয়ের সাথে ওরা... বাবু কি পারবে চামেলীকে বাঁচাতে? আর চামেলীর মেয়ের কি হবে?
১১* আপনাদের স্বামী আছেন বলে আপনারাই মার ভক্ত আর আমার মতো বিধবাদের ভক্তি মিথ্যা?... এরকম অনেক প্রশ্ন জমে ছিল সেই বিধবার মনে... উত্তর কি সে পাবে?