এটি আপাদমস্তক একটি থ্রিলার ঘরানার পত্রিকা। বিভা থ্রিলার নিয়ে কাজ করতে বরাবর পছন্দ করে। বিভাষিকা পত্রিকায় থ্রিলারের সমস্ত ঘরানা নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্টাল কাজ করা হবে।
থ্রিলার ঘরানার সব ধরনের লেখ আনিয়ে সাজানো হয়েছে বিভাষিকা পূজাবার্ষিকী ২০২৫ পত্রিকাটি।
ভৌতিক-অলৌকিক থ্রিলার থেকে শুরু করে, সাসপেন্স থ্রিলার ও সাইকোলজিকাল থ্রিলার হয়ে এই বইতে স্থান পেয়েছে ঐতিহাসিক থ্রিলার পর্যন্ত। এমনকি মিথলজিকাল থ্রিলার ও ফ্যান্টাসি থ্রিলার ঘরানার লেখাও স্থান পেয়েছে এই পত্রিকায়। শুধু ভয় আর থ্রিল থাকলেই হয় নাকি! তাই রয়েছে কিছু মজাদার ও অদ্ভুতুড়ে সিরিজের থ্রিলার গল্পও। রয়েহে সামাজিক থ্রিলার, রাজনৈতিক থ্রিলার, ডার্ক ফ্যান্টাসি ও সায়েন্স-ফিকশনও।