মূলত সমগ্র তন্ত্রশাস্ত্র দুটি ভাগে বিভক্ত। শিব কথিত অগম আর পার্বতী কথিত নিগম। এই বইতে তন্ত্রের কূট-তত্ত্বগুলোকে সহজ করে পরিবেশন করা হয়েছে। এর সঙ্গে মিশেছে যোগ-তত্ত্ব ও পুরাণ। আসামের মায়াঙ থেকে মধ্যপ্রদেশের নর্মদার তীর এমনকি সুদূর তিব্বত অবধি এই কাহিনির বিস্তার।