বাস্তব জীবনে ভয় পেতে বোধহয় আমরা কেউ-ই তেমন চায় না! কিন্তু বইয়ের পাতায় ভয়ের অমোঘ টানকে অস্বীকার করবে এমন পাঠক মনে হয় সত্যিই দুর্লভ। ভয়ের সঙ্গে যদি থাকে একটু অলৌকিকের মিশেল, থাকে যদি একটু দয়া-মায়া-মমতা- 'মাতৃস্নেহ'-এর মতো লতায়-পাতায় জড়িয়ে, আর কোথাও কোথাও যদি ভয়ের 'দুই আঙুল'-এর ফাঁক গলে উঁকি মেরে যায় এক পশলা প্রেমের ঠান্ডা বাতাস, তাহলে তো কথায় নেই। পাঠকবন্ধুরা এই বই ঠিক সেরকমই এক 'স্বর্গরথ'। বলছি 'রাগিণীর গুরু'-কে চেনেন? আহা আমিও চিনি না... আসুন তাহলে কোনো এক 'অভিশপ্ত বাড়ি' ঘুরে, কারো এক 'অন্ধকার অতীত'-এ উকি মেরে খুঁজে নিয়ে আসি এক পশলা ভয়। এই ভয় একান্তই আপনার। মায়া-মমতায় জড়িয়ে একেবারেই ঠিক আপনারই মতো |