অলৌকিক কতো কিছুই এ জগতে ঘটে যায়। কবির কথায় বাঙ্ময় হয়ে উঠে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি! সত্যি হয়তো জানার কোনো শেষ নেই। তাই অলৌকিক আমাদের চারপাশে ঘিরে আছে। আর এই ঘিরে থাকা কি একটি জালের মতন নয়? সকল কিছু যেখানে আটকে আছে মায়ার বাঁধনে। তাই শুধু ভৌতিক নয় যা ভয় দেখায় বরং এমন কিছু যার উত্তর মেলা কঠিন তাই নিয়েই কথা বলে এই বই।