আমাদের কাহিনী এমন এক সময়ের, এমন এক পৃথিবীর, যেখানে চলছে ঘোর দুর্দিন। দুর্দিনের আভাস এখন মাটি ফুঁড়ে বেরোচ্ছে। বাতাসে থমকে থাকা প্রলয়ের পরশ। সবার মুখে এক কথা, এক বিশ্বাস, 'ঈশ্বর ক্রূদ্ধ'। দেবলোকবাসী পুরুষোত্তম নাকি মানুষকে শাস্তি দিতে চান। তাই দুনিয়াজোড়া এই আকালের আবির্ভাব। মানুষ মরছে, অন্ধকারে ডুবছে, অপরাধে শরীর ভাসাচ্ছে, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অপারগ তারা। কেউ জানতে চায় না কি তাদের অপরাধ। শুধু বেঁকে যাওয়া মেরুদন্ড নিয়ে অপেক্ষা করতে থাকে শেষ আঘাতের জন্য। তবে কি এইভাবেই একসময় শেষ হয়ে যাবে মানুষের অস্তিত্ব? অন্ধকার হাতড়ে উত্তর খুঁজে ফেরে এক কিশোর। একাকী, একরোখা আর নিরলস তার প্রচেষ্টা। বুকে তার দুর্জয় সাহস, পায়ে মুক্তির টান। নাম আলোহান। এ কাহিনী কাল্পনিক সেই স্থান কাল এবং পাত্রদের নিয়ে যারা হয়তো সম্পূর্ণ কাল্পনিক নয়।