ধরুন যদি আপনাকে সময় এক ধাক্কায় ফিরিয়ে নিয়ে যায় অচেনা কোনও এক অভিশাপের শিকড়ে... অথবা আফ্রিকার গহীন কোনও অরণ্যে যদি আটকে পড়েন অজান্তে... স্মৃতিরা ফিরিয়ে দতে পারে না কি কোনও ফেলে আসা মৃত জীবনকে? এক ঝটকায় হারিয়ে যাবেন নাকি মহাকাশে? আআবার ঠিক তার পরেই দেখতে পাবেন তীব্র ষড়যন্ত্র অথবা লোভ কীভাবে বদলে দিচ্ছে আমাদের সুখের জীবন। কেমন হবে যদি কয়েক দশক পর খাবারের জন্যে, বেঁচে থাকার জন্যে লড়াই করতে হয়? কখনও মিশরের খনসু দেবতার মন্দির, কখনও বা বেনারসের ঘাটে মিলমিশ ঘটে যাবে ইতিহাসের সঙ্গে পুরাণের, মিথের সঙ্গে বাস্তবের, জীবনের সঙ্গে কল্পবিজ্ঞানের। রাইটার্স ব্লক থেকে বেরোনোর অদ্ভুত উপায়ের খোঁজ কোথায় নিয়ে গিয়ে ফেলবে শেষ অবধি? কীভাবে পাবেন এলিক্সির অব লাইফের খোঁজ?