কথা দিয়েছিলাম ! তাই, ঠিক একবছর পর আমরা আবার হাজির পাঁচ কথকের দল এবং তাদের গল্প সম্ভার নিয়ে। গতবছর কফির কাপে চুমুক দিতে দিতে গল্প আসর জমিয়েছিল ‘গল্প Cafe’ বইটি। নরম গরম প্রেমের কুকিজ, ধোঁয়া ওঠা রহস্য গল্প, হট চকলেটের ডার্ক ফ্যান্টাসির মত অলৌকিক-ভৌতিক অথবা ঠাণ্ডা পানীয়ের মত গভীর সামাজিক বার্তাবহ গল্পগুলো হয়ে উঠেছিল বিভিন্ন ক্যাফের খোশগল্পের মধ্যমণি। পাঠক কুলের এই বিপুল ভালোবাসা থেকেই এ’বছর জন্ম নিয়েছে গল্প ক্যাফে দলের দ্বিতীয় আত্মজ- ‘গল্প. com’।
আপনাদের মনে হতে পারে এইরকম নাম কেন? কারণটা বেশ সহজ। প্রথমত, এই কথকদের ভৌগোলিক ব্যাপ্তি সুদূর প্রসারিত। হাওড়া, চব্বিশ পরগণা, কলকাতা, আসাম ছাড়িয়ে সুদূর অস্ট্রেলিয়ায় ছড়িয়ে আছে এদের গল্প।এই দূরত্বকে বেঁধে দিতে পারে একমাত্র ইন্টারনেট এবং দ্বিতীয়ত, ওয়েব ম্যাগাজিনে লিখতে লিখতে এই পাঁচ কথকের পরিচয়। তাদের আড্ডা দেওয়ার জায়গাও একমাত্র ইন্টারনেট। সাহিত্য প্রেমী এই লেখিকারা, ভৌগলিক দূরত্বের বাধা অতিক্রম করে এক মলাটের তলায় আবার জমায়েত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য।তাই এই বইয়ের নাম- ‘গল্প.com’।
অনন্যা দেবরায়, অমৃতা কোনার, অন্তরা বিশ্বাস, ইপ্সিতা মজুমদার এবং মহুয়া দাশগুপ্ত- যেমনটা এদের কর্মক্ষেত্র, ব্যক্তিত্ব, বয়স আলাদা এবং অসম তেমনটাই স্বতন্ত্র এদের লেখনী। এক একজনের গল্পের সম্ভার আপনাদের কাছে খুলে দেবে এক নতুন নতুন ভাবনার রসদ। ‘এক মলাটের মধ্যে এত বৈচিত্র্য?’- ঠিক এই কথাটাই বার বার উঠে এসেছে গল্প ক্যাফে দলের পাঠকদের প্রতিক্রিয়ায়, এটাই গল্প ক্যাফের ইউ-এস-পি।
এই বছরও সেই বৈচিত্র্য অব্যাহত। ভৌতিক অলৌকিক কার্যকলাপে দুরুদুরু আপনার মন যখন কোন কল্পবিজ্ঞানের ভরসায় সামাজিক আচ্ছাদন খুঁজবে, ঠিক তখনি নিজের খুব চেনা অনুভূতিগুলোকে এক অচেনা আঙ্গিকে পাবেন নতুন কিছু প্রেমের গল্পে। তবে এখানেই শেষ হয়নি কথকদের গল্প। বাঙালি আড্ডার এক অবিচ্ছেদ্য অধ্যায় যে এখনও অনুপস্থিত। কী বলুন তো?ঠিক ধরেছেন, হাসির কলরোল। নির্মল এক আড্ডাতে গুরুগম্ভীর আলোচনার মধ্যে আমরা বার বার পেতে চাই, যে প্রাণখোলা হাসির বাতাসটুকু, সেটিও এইবারে ধরা পড়েছে এই লেখিকাদের রচনায়।
তাহলে আর দেরী নয়। কাছের কোন বন্ধুদের সাথে ঘরোয়া আড্ডায়, অথবা সুদূরের কোন বন্ধুর সাথে ইন্টারনেটে আড্ডায় বসুন, হাতে তুলে নিন ‘গল্প.com 'আর মজে যান খোশগল্পে। আশা রাখি সনাতনী বাঙ্গালি আড্ডার আধুনিক রূপপ্রদানে এবারেও সফল হবেন এই পাঁচ লেখিকারা।