হত্যা যদি একটা শিল্প হয় তবে সেই শিল্প জগতের খ্যাতি যে কেবল পুরুষেরাই পাবে তা নয়। নারীও সেই খ্যাতির শীর্ষে পৌঁছতে পারে। আর সেটাই সাংঘাতিক নিদর্শনের সাথে প্রমাণ করে দিয়েছেন কিছু মহিলা। বলা ভালো কিছু কুখ্যাত নারী চরিত্র! তারা প্রত্যেকে এক একজন ভয়ানক সাইকো কিলার।
অতীত খুঁড়লে এমন অনেক মহিলা সিরিয়াল কিলারের খোঁজ পাওয়া যাবে। শুধু তাই নয়! এখনো এই মুহূর্তে পৃথিবীর কোনো কোণে হয়ত মানস চোক্ষের আড়ালে লুকিয়ে আছে সাংঘাতিক কোনো মহিলা সিরিয়াল কিলার। যে আপাতদৃষ্টিতে হয়ত পরম মমতাময়ী। কিংবা মানবদরদী এক সমাজসেবী। অথচ তার ভিতর একটু একটু করে নিশ্বাস নিচ্ছে এক কুখ্যাত খুনি মানসিকতা। কিন্তু আমরা কেউ ঘুনাক্ষরেও টের পাচ্ছিনা। কে জানে! হতেও পারে এমন!