উপন্যাসের রস, ইতিহাসের আবেশ আর দর্শনের মনময়তায় আচ্ছন্ন এক আধুনিক আত্মজীবনী। ছবির মতো করে ধরা। সুরে সুরে গাওয়া। বাংলা সাহিত্যে এক অপরূপ সংযোজন। ১৯৪৭ সালের ১৫ অগাস্টে জন্ম লেখকের। পিতৃবন্ধু সত্যেন্দ্রনাথ বসু, কৃষ্ণচন্দ্র দে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখার বাল্যস্মৃতি থেকে নরেন্দ্রপুর মিশনের প্রথম দিনগুলি অবধি এক নিরন্তর জীবনকথা। মাঝে মাঝে বিভিন্ন আঙ্গিকে ও প্রেক্ষাপটে লেখকের আত্মজীবনীতে প্রবেশ করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, চুনী গোস্বামী, সুচিত্রা সেন, গীতা দত্ত, উত্তম কুমার, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, সুনীল গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, অলিভিয়ের, ইয়েটস, শেকসপিয়ার প্রমূখরা--- যাঁরা প্রকৃত-অর্থেই প্রভাবিত করেছেন লেখকের জীবনদর্শন ও সমৃদ্ধ করেছেন লেখকের জীবনযাপন। তাই আক্ষরিক অর্থেই শেষ না-হওয়া পর্যন্ত পড়ে যেতেই হবে unputdownableএই আত্মজীবনী ‘জীবন থেকে জীবনে’।