বিংশ শতাব্দীর গোড়ার দিক। তৎকালীন বাঙালি যৌথ পরিবারগুলির মধ্যে প্রচলিত রীতিনীতি, বাল্যবিবাহের ভালোম্নদ, তৎকালীন সময়ের সামাজিক-রাজনৈতিক চেতনা নিয়েই এই উপন্যাসের প্রেক্ষাপট।
২০১৯ কলকাতা বইমেলায় প্রকাশ পায় অম্বুবাচি-পর্ব ১; পারিবারিক প্রথা মেনে দুই পরিবারের সম্মতিতে খুব কম বয়সে বিয়ে হয় কুমুদ-বিম্ববতীর। স্বভাবে একে অপরের সম্পূর্ণ বিপরীত কুমুদ বিম্ব, নিজেদের মধ্যে ঝগড়া খুনসুটি করতে করতে পূর্বরাগের বাহুডোরে আবদ্ধ হয়। পরে বিশেষ এক পারিবারিক কারণে তাদের বিচ্ছেদ হয় কিছু বছরের জন্য।
২০২০ কলকাতা বইমেলায় প্রকাশ পায় অম্বুবাচি-পর্ব ১; একটু বড় হয়ে ওঠা কুমুদ, বিম্ববতীর কৈশোর-প্রেম বেড়ে ওঠে। বিনোদ ও কামিনীর গোপন অভিসারের সাক্ষী হয় কুমুদ। আদর্শবান মেধাবী ডাক্তার জ্যোতিপ্রকাশের জীবনে নেমে আসে চিরবিচ্ছেদের মর্মান্তিক যন্ত্রণা। ছোটো বড়ো সুখ ও কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে চলে সকলের জীবন।
অম্বুবাচি-অন্তিম পর্ব; পরাধীন ভারতের একটি বাঙালি যৌথ পরিবারের কয়েকটি বছরের ঘটনার দলিল। বিপ্লবী সূর্যশঙ্কর তার প্রতিজ্ঞা পূরণে বদ্ধ পরিকর। একদিকে প্রিয় সম্পর্কগুলির উপর ভালোবাসা আর কর্তব্য পালনের তাগিদ অন্য দিকে দেশপ্রেম। বিপ্লবীদের সঙ্গে নানা পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়েই তার চিন্তার জগৎ পরিপূর্ণ। জ্যোতির্ময়ীর দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় কুমুদ। বাঙালি পরিবারের তৎকালীন জীবনযাত্রার নানা টানাপোড়েন আর এক মিষ্টি প্রেমের ফল্গুধারা, অম্বুবাচি-অন্তিম অধ্যায়।