দেশ দেখার নেশায় কম বয়সে ঘর ছেড়েছিলেন প্রখর রুদ্র। বিচিত্র সেসব অভিজ্ঞতা। একই পাড়ার লালামোহন গাঙ্গুলির সাথে তাঁর ছিলো গভীর সখ্যতা। লালমোহনবাবু বয়সে বড় হলেও তাঁদের বন্ধুত্বের মাঝে তা কখনই অন্তরায় হয়নি। তাই তো প্রখর রুদ্র বিচিত্র সেসব অভিজ্ঞতা রঙিন কিম্বা সাদাকালো ছবিওয়ালা পোস্টকার্ডে লালমোহন বাবুকে নিয়মিত লিখে জানাতেন। একা মানুষ লালমোহনবাবু সেসব অভিজ্ঞতায় নিজের কল্পনার রঙ মিশিয়ে ছোটদের জন্য লিখেছিলেন বেস্ট সেলার রহস্য রোমাঞ্চ সিরিজ।
সত্যিকারের প্রখর রুদ্র কেমন ছিলেন তা কি কোনোদিনও জানতেন লালমোহনবাবু? বয়সকালে প্রখর রুদ্র ফিরে আসেন কোলকাতাতে ভাইয়ের সংসারে। সেখানেই নিরুপদ্রব জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ফেলা আসা অতীত যে পিছু পিছু তাঁর জন্যই কোলকাতায় এসে ফাঁদ পেতেছে, তা কি তিনি জানতেন! সব কবিতায় অন্ত্যমিল হয় না, আর সব নায়করা বাস্তবের মাটিতে জিতে যায় না। তাই ছন্দে বাঁধুক ধন্দ।
১৫০২ সাল। জাহাজ ভাসালেন কলম্বাস। আবিষ্কার হল হন্ডুরাস... উপকথায় জীবন্ত এক হারানো শহর... যার খোঁজে যুগে যুগে পাড়ি দিয়েছে নানা অভিযাত্রী। কী আছে সেখানে?
চলছে মায়া শহর কোপানের ধ্বংসাবশেষ সংরক্ষণ... কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করলেন এক বাঙালি... তারপর?
১৮০৭ সাল। এক ক্যালিগ্রাফি আর্টিস্ট... এক রহস্যময় ডায়েরি... আর এক হারানো শহরের খোঁজ...
১৯৮৪ সাল। অশান্ত দিল্লি... এক রাজনৈতিক গুপ্তহত্যা... একের পর এক খুন হচ্ছে ‘র’ এজেন্ট... জটায়ু - এক সিক্রেট ইন্টেলিজেন্স ব্যুরো।
ওদিকে নিউইর্কের মর্গ থেকে নিখোঁজ হচ্ছে লাশ...